Header Ads

Breaking News

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সহজ উপায়

                 ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সহজ উপায়

ফ্রিল্যান্সিং-ক্যারিয়ার-গড়ার-সহজ-উপায়-www.tareqnation.com

আপনি কি ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন তাহলে জেনে নিন কি কি উপায়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা সর্ব প্রথমে জেনে নেই ফ্রিল্যান্সিং আসলে কি? আর ফ্রিল্যান্সিং কথাটা কি ফ্রিল্যান্সিং কথাটা হচ্ছে দুটো শব্দে বিভক্ত ফ্রী এবং লাঞ্চ এই দুইটা শব্দ নিয়ে মূলত ফ্রিল্যান্সিং ।আচ্ছা এখন আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি step-by-step নিচে দেওয়া হলো।

1. প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী ।

2. আপনার মনকে স্থির করতে হবে আপনি আসলে কি করতে যাচ্ছেন।

3. আপনি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভলপিং,
এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ব্লগিং, ইউ আর শটার,  সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবশেষে অফলাইন মার্কেটিং ।তাছাড়াও আরো অনেক কাজে আছে আমি আর সব বললাম না। সব চাইতে ইম্পরট্যান্ট হচ্ছে এগুলো আর তার সাথে সবচেয়ে ইনপরটেন ব্লগে আর্টিকেল লেখা এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা।

4. উপরের যে কোন একটি বিষয় আপনাকে বেছে নিতে হবে। এখন যদি উদাহরণস্বরূপ বলছি আপনি সবগুলোই বেছে নিয়ে কাজ শুরু করে দেন। তাহলে কি হবে জানেন জগাখিচুড়ি তাই আপনি যে বিষয়ে ভাল এক্সপার্ট এবং ভালো এক্সপেরিয়েন্স আছে আপনার আপনি সেই বিষয়টা নিয়ে কাজ শুরু করে দিন।

এফিলিয়েট মার্কেটিং এর কথা বলে এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এক জনের পণ্য আপনি বিক্রি করে দেওয়া। আর সেই পণ্যের থেকে কিছু পার্সেন্টেজ আপনাকে দিয়ে দেওয়া। ঠিক আছে এর মধ্যে আমাদের দেশে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আছে দারাজ bd.com তারপরে হচ্ছে আমাজন এফিলিয়েট আলিবাবা এক্সপ্রেস আরও বিভিন্ন মার্কেট প্লেস আছে ।বাট আমি আসলে এগুলি কথাই বললাম কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইনপরটেন হচ্ছে আমাজন এফিলিয়েট ।এবং আলিবাবা এক্সপ্রেস এই দুইটাতে মূলত যদি আপনি এফিলিয়েট মার্কেটিং এর কাজটি আপনি করেন তাহলে আপনার জীবনের সবকিছু পাল্টে যাবে।
তারপর হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন টা হচ্ছে আমরা যদি কোন ওয়েব সাইটে ঢুকি তাহলে দেখতে পাই খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা থাকে। এবং সেটাতে অনেক কিছু থাকে একেক ওয়েবসাইটে একেক রকম ডিজাইন করা থাকে ।এখন আমরা যদি সে ডিজাইন টা করে দিতে পারি এই ডিজাইনের কাজ টা আপনি পাবেন কোথায় ডিজাইনের কাজ টা পাবেন হচ্ছে freelancer.com upwork.com fiber.com। এইগুলো তো আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে তারপর আপনি এই কাজগুলো আপনি পেতে পারেন। এখন এই গুলো শিখতে হলে ট্রেনিং এর প্রয়োজন আপনাকে ভালোভাবে ডিসিশন নিতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি ভালো এক্সপেরিয়েন্স আছে। এবং সে বিষয়ে তার উপরে আপনাকে মন স্থির করে কাজ শুরু করে দিতে হবে ।তো ফ্রিল্যান্সারের জন্য ট্রেনিং কোথায় করবেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাজ শিখতে পারেন। আমরা আসলে বিনামূল্যে কাজ শিখাই সবাইকে আমরা এর জন্য কারো কাছ থেকে টাকা নেই না। কেননা আমরা জানি যে মানুষ বেকার থাকলে কেউ দাম দেয় না তাই আমরা উদ্যোগ নিয়েছি তারেক নেশন উদ্যোগ নিয়েছে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য আমরা ফ্রিতে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিব তো আজকে এই পর্যন্তই এর পরবর্তী আর্টিকেল গুলো দেখতে আমাদের ওয়েবসাইটে কন্টিনিউ ভিজিট করেন এবং আপনি বাকি step-by-step গুলো জেনে নিন আর আমাদের কাছ থেকে যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে নিচে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার এবং ইমেইল দেওয়া হলো ।আপনি চাইলে আমাদের কন্ত্রাক্ট আজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভাল থাকবেন।




✆+8801400522433
     +8801710370646
EMAIL: freelancerstareq@gmail.com   



No comments